হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৩৯২

পরিচ্ছেদঃ সকাল-সন্ধ্যায় মসজিদে যাতায়াতকারীর মর্যাদা

৩৯২) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় যতবার মসজিদে যাবে ততবারের বিনিময়ে আল্লাহ তাআলা তাঁর জন্য জান্নাতে মেহমানদারীর সামগ্রী তৈরী করে রাখবেন।

باب فَضْلِ مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ وَمَنْ رَاحَ

৩৯২ـ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ قَالَ مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ وَرَاحَ أَعَدَّ اللَّهُ لَهُ نُزُلَهُ مِنَ الْجَنَّةِ كُلَّمَا غَدَا أَوْ رَاحَ. (بخارى:৬৬২)

The superiority of going to the mosque (every) morning and in the afternoon and evening [for the congregational Salat (prayers)]


Narrated Abu Huraira:

The Prophet (ﷺ) said, "Allah will prepare for him who goes to the mosque (every) morning and in the afternoon (for the congregational prayer) an honorable place in Paradise with good hospitality for (what he has done) every morning and afternoon goings.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ