হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৩৯০

পরিচ্ছেদঃ জামাআতের সাথে ইশার নামায পড়ার ফজীলত

৩৯০) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ মুনাফেকদের উপর ফজর ও ইশার নামাযের চেয়ে অধিক কঠিন অন্য কোন নামায নেই। তারা যদি জানত এ দু’টি নামাযে কত ছাওয়াব রয়েছে, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও এ নামায দু’টিতে উপস্থিত হত।

باب فَضْلِ الْعِشَاءِ فِي الْجَمَاعَةِ

৩৯০ ـ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ النَّبِيُّ لَيْسَ صَلاةٌ أَثقَلَ عَلَى الْمُنَافِقِينَ مِنَ الْفَجْر وَالْعِشَاءِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهِمَا لأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا. (بخارى:৬৫৭)

The superiority of the 'Isha' prayer in congregation


Narrated Abu Huraira:

The Prophet (ﷺ) said, "No prayer is heavier upon the hypocrites than the `Fajr` and the `Isha` prayers and if they knew what is in them (in reward), they would have attended them, even if (it was) crawling.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ