হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৩৫৫

পরিচ্ছেদঃ ফজরের নামাযের পর সূর্য পূর্ণরূপে উদিত হওয়ার পূর্বে নামায পড়ার বিধান

৩৫৫) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দু’প্রকার ক্রয়-বিক্রয় এবং দু’প্রকার পোষাক পরিধান করতে নিষেধ করেছেন। তিনি আরও নিষেধ করেছেন দু’সময়ে নামায পড়তে। ফজরের নামাযের পর সূর্য ভালভাবে উঠার পূর্বে এবং আসরের নামাযের পর সূর্য ভালভাবে ডুবার পূর্বে নামায পড়তে নিষেধ করেছেন।

টিকাঃ তবে ঐ দিনের ফজর বা আসরের কাযা নামায অর্থাৎ ফজরের ছুটে যাওয়া নামায ফজরের পর এবং আসরের ছুটে যাওয়া নামায আসরের পর, তাহিয়াতুল মসজিদ, সিজদায়ে তেলাওয়াত, সিজদায়ে শোকর ও জানাযার নামায নিষিদ্ধ সময়েও পড়া যাবে। এ মর্মে সহীহ হাদীছ বর্ণিত হয়েছে।

باب الصَّلاَةِ بَعْدَ الْفَجْرِ حَتَّى تَرْتَفِعَ الشَّمْسُ

৩৫৫ـ عَنْ أَبِي هُرَيْرَةَ : أَنَّ رَسُولَ اللَّهِ نَهَى عَنْ بَيْعَتَيْنِ، وَعَنْ لِبْسَتَيْنِ، وَعَنْ صَلاتَيْنِ، نَهَى عَنِ الصَّلاةِ بَعْدَ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَبَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ. (بخارى:৫৮৪)

What is said regarding the offering of As-Salat (the prayers) between the Fajr prayer and sunrise.


Narrated Abu Huraira:

Allah's Messenger (ﷺ) forbade two kinds of sales, two kinds of dresses, and two prayers. He forbade offering prayers after the Fajr prayer till the rising of the sun and after the `Asr prayer till its setting.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ