হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
১৯২
পরিচ্ছেদঃ যে ব্যক্তি গোসল করার পূর্বে সুগন্ধি ব্যবহার করল
আলোকিত প্রকাশনী নাম্বারঃ ১৯২, আন্তর্জাতিক নাম্বারঃ ২৭১
১৯২) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাথায় সিঁথি করার স্থানে এখনও সুগন্ধির চমক দেখতে পাচ্ছি। তখন তিনি ইহরাম অবস্থায় ছিলেন।
باب مَنْ تَطَيَّبَ ثُمَّ اغْتَسَلَ وَبَقِيَ أَثَرُ الطِّيبِ
১৯২ـ عَنْ عَائِشَةَ رَضِيَ الله عَنْهَا قَالَتْ: كَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ الطِّيبِ فِي مَفْرِقِ النَّبِيِّ ، وَهُوَ مُحْرِمٌ.
Whoever scented himself and then took a bath while the effect of scent remained even after bathing
Narrated `Aisha:
It is as if I am just looking at the glitter of scent in the parting of the Prophet's head hair while he was a Muhrim.