হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৪৭

পরিচ্ছেদঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর অযুর অবশিষ্ট পানি সংজ্ঞাহীন ব্যক্তির উপর ছিটানো

১৪৭) জাবের (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে দেখতে আসলেন। আমি তখন এমন অসুস্থ ছিলাম যে, কিছুই বুঝতে পারছিলাম না। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অযু করলেন এবং অযুর অবশিষ্ট পানি আমার শরীরে ঢেলে দিলেন। এতে আমার জ্ঞান ফেরত আসল। জাবের (রাঃ) বলেনঃ আমি বললামঃ মৃত্যুর পর আমার পরিত্যক্ত সম্পদ কে পাবে? আমার তো কোন ওয়ারিছ নেই। এরই প্রেক্ষিতে মিরাছ তথা মৃত ব্যক্তির ছেড়ে যাওয়া সম্পদ বণ্টনের আয়াত নাযিল হয়।

باب صَبِّ النَّبِيِّ صلى الله عليه وسلم وَضُوءَهُ عَلَى الْمُغْمَى عَلَيْهِ

১৪৭ـ عَنْ جَابِرٍ قَالَ: جَاءَ رَسُولُ اللَّهِ يَعُودُنِي وَأَنَا مَرِيضٌ لا أَعْقِلُ، فَتَوَضَّأَ وَصَبَّ عَلَيَّ مِنْ وَضُوئِهِ، فَعَقَلْتُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، لِمَنِ الْمِيرَاثُ، إِنَّمَا يَرِثُنِي كَلالَةٌ، فَنَزَلَتْ آيَةُ الْفَرَائِضِ. (بخارى:১৯৪)

The sprinkling of remaining water after performing ablution on an unconscious person by the prophet (saw)


Narrated Jabir:

Allah's Messenger (ﷺ) came to visit me while I was sick and unconscious. He performed ablution and sprinkled the remaining water on me and I became conscious and said, "O Allah's Messenger (ﷺ)! To whom will my inheritance go as I have neither ascendants nor descendants?" Then the Divine verses regarding Fara'id (inheritance) were revealed.