পরিচ্ছেদঃ ৩৫) নামায অবস্থায় আকাশের দিকে দৃষ্টিপাত করার ব্যাপারে ভীতি প্রদর্শন
৫৪৭. (সহীহ্) আনাস বিন মালেক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’এ সব লোকের কি হয়েছে যে, তারা নামাযের মধ্যে আসমানের দিকে দৃষ্টিপাত করে থাকে! এব্যাপারে তিনি অত্যন্ত কঠোর কথা বললেন। এমনকি পরিশেষে তিনি বললেনঃ ’’তারা একাজ থেকে বিরত হোক, অন্যথা আকস্মাৎ তাদের দৃষ্টি ছিনিয়ে নেয়া হবে।’’
(বুখারী ৭৫০, আবু দাউদ ৯১৩, নাসাঈ ৩/৭, ইবনে মাজাহ হাদীছটি বর্ণনা করেছেন ১০৪৪)
الترهيب من رفع البصر إلى السماء في الصلاة
(صحيح) عَنْ أنَسِ بْنِ ماَلِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا بَالُ أَقْوَامٍ يَرْفَعُونَ أَبْصَارَهُمْ إِلَى السَّمَاءِ فِي صَلَاتِهِمْ فَاشْتَدَّ قَوْلُهُ فِي ذَلِكَ حَتَّى قَالَ لَيَنْتَهُنَّ عَنْ ذَلِكَ أَوْ لَتُخْطَفَنَّ أَبْصَارُهُمْ رواه البخاري وأبو داود والنسائي وابن ماجه