পরিচ্ছেদঃ ৩২) ইমামের পিছনে ‘আমীন’ ও দু‘আর মধ্যে ‘আমীন’ বলতে উদ্বুদ্ধকরণ এবং রুকূ’ থেকে দাঁড়িয়ে ও নামায শুরু করার সময় যা বলতে হয় তার বর্ণনা
৫১৬. (সহীহ লি গাইরিহী) সামুরা বিন জুনদুব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’ইমাম যখন বলেন, [গাইরিল মাগযূবী আলাইহিম ওয়ালায্ যাল্লীন], তখন তোমরা বল ’আমীন’ আল্লাহ্ তোমাদের দু’আ কবূল করবেন।’’ (মুসলিম ৪০৪, আবূ দাউদ ৯৭৬, নাসাঈ ২/১৯৬ ত্ববরানী [কাবীর গ্রন্থে হাদীছটি বর্ণনা করেছেন)
الترغيب في التأمين خلف الإمام وفي الدعاء وما يقوله في الاعتدال والاستفتاح
(صحيح لغيره) وَعَنْ سمرة بن جندب رَضِيَ اللَّهُ عَنْهُ قال قال النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِذَا قَالَ الإمَام (غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ) فَقُولُوا آمِينَ يُجِبْكُمُ اللَّهُ ، رواه الطبراني في الكبير