হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৪৯২
পরিচ্ছেদঃ ২৯) প্রথম কাতারে নামায পড়ার প্রতি উদ্বুদ্ধ করন এবং কাতার সোজা করা ও কাতারের ডান দিকের ফযীলতের বর্ণনা
৪৯২. (সহীহ্) নো’মান বিন বাশীর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি শুনেছি রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একথা বলেছেনঃ ’’নিশ্চয়ই আল্লাহ তা’আলা রহমতে নাযিল করেন এবং ফেরেশতারা দু’আ করেন প্রথম কাতারের উপর অথবা প্রথম দিকের কাতার সমূহে।
(হাদীছটি বর্ণনা করেছেন ইমাম আহমাদ ৪/২৯৬)
الترغيب في الصف الأول وما جاء في تسوية الصفوف والتراص فيها وفضل ميامنها
(حسن ) وَعَنْ النعمان بن بشير رَضِيَ اللَّهُ عَنْهُ قاَلَ سَمِعْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يقول إِنَّ اللَّهَ وَمَلاَئِكَتَهُ يُصَلُّونَ عَلَى الصَّفِّ الأَوَّلِ أَوِ الصُّفُوفِ الأُوَلِ. رواه أحمد