হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৪৩৬

পরিচ্ছেদঃ ২১) গৃহে নফল সালাত পড়তে উদ্বুদ্ধকরণ

৪৩৬. (সহীহ্) জাবের বিন আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’তোমাদের কেউ যখন মসজিদে সালাত শেষ করে ফেলবে, তখন সে যেন সালাতের কিছু অংশ বাড়ীতে আদায় করার জন্যে রেখে দেয়, কেননা আল্লাহ তা’আলা বাড়ীর সালাতের মাঝে কল্যাণ রেখেছেন।’’

(ইমাম মুসলিম প্রমূখ হাদীছটি বর্ণনা করেছেন ৭৭৮, ইবনে খুযায়মা ২/২১২)

الترغيب في صلاة النافلة في البيوت

(صحيح) وَعَنْ جابر هو ابن عبد الله رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِذَا قَضَى أَحَدُكُمْ الصَّلَاةَ فِي مَسْجِدِهِ فَلْيَجْعَلْ لِبَيْتِهِ نَصِيبًا مِنْ صَلَاتِهِ فَإِنَّ اللَّهَ جَاعِلٌ فِي بَيْتِهِ مِنْ صَلَاتِهِ خَيْرًا. رواه مسلم وغيره


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ