হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৩৪২

পরিচ্ছেদঃ ১২) নারীদের গৃহে নামায আদায় ও গৃহে অবস্থান করার প্রতি উদ্বুদ্ধকরণ এবং ঘর থেকে বের হওয়ার ব্যাপারে ভীতি প্রদর্শন

৩৪২. (হাসান) উম্মে সালমা (রাঃ) থেকে আরো বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’কোন নারীর নিজ কামরার মধ্যে নির্জন জায়গা বানিয়ে সেখানে নামায পড়া কামরার মধ্যে নামায পড়ার চেয়ে উত্তম। কামরার মধ্যে নামায পড়া বাড়ীর সাধারণ স্থানে নামায পড়ার চেয়ে উত্তম। আর নিজ বাড়ীর সাধারণ স্থানে নামায পড়া মহল্লার মসজিদে নামায পড়ার চেয়ে উত্তম।’’

(হাদীছটি ত্বাবরানী [আওসাত গ্রন্থে] উত্তম সনদে বর্ণনা করেন, মাযমাউল যাওয়ায়েদ ২/২০৪)

ترغيب النساء في الصلاة في بيوتهن ولزومها وترهيبهن من الخروج منها

(حسن ) وَعَنْها رَضِيَ اللَّهُ عَنْهُا قالت قال رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : صَلاَةُ الْمَرْأَةِ فِي بَيْتِهَا خير مِنْ صَلاَتِهَا فِي حُجْرَتِهَاوصَلاَتِهَا فِي حُجْرَتِهَا خير مِنْ صَلاَتِهَا فِي دَارِهَا وَصَلاَتِهَا فِي دَارِهَا خَيْر مِنْ صَلاَتِهَا فِي مَسْجِدِ قَوْمِهَا. (رواه الطبراني في الأوسط بإسناد جيد).


হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ উম্মু সালামাহ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ