হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৩৩৭

পরিচ্ছেদঃ ১১) পিঁয়াজ, রসুন, কুর্রাজ, মূলা অথবা তার অনুরূপ দুগর্ন্ধযুক্ত বস্ত্ত খেয়ে মসজিদে আসার ব্যাপারে ভীতি প্রদর্শন

৩৩৭. (হাসান) আবু ছা’লাবা (রাঃ) থেকে বর্ণিত। তিনি আল্লাহর রাসূল (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর সাথে খায়বারের যুদ্ধে অংশ গ্রহণ করেছেন। খায়বারের বাগানে তারা পিঁয়াজ ও রসুনের গাছ পেলেন। অতঃপর তা থেকে কিছু খেলেন, কেননা তারা ছিলেন ক্ষুধার্ত। লোকেরা নামায পড়ার জন্য মসজিদে গেলে মসজিদ যেন পিঁয়াজ এবং রসুনের দুর্গন্ধে ভরপুর হয়ে উঠল। তখন নবী (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন,

’’যে ব্যক্তি এই দূর্গন্ধময় বৃক্ষ ভক্ষন করবে সে যেন আমাদের নিকটবর্তী না হয়।’’

(হাদীছটি ত্বাবরানী হাসান সনদে বর্ণনা করেছেন)

الترهيب من إتيان المسجد لمن أكل بصلا أو ثوما أو كراثا أو فجلا ونحو ذلك مما له رائحة كريهة

(حسن ) وَعَنْ أبي ثعلبة رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ غَزَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْبَرَ فَوَجَدُوا فِي جِنَانِها بَصَلا وَثُومًا فَأَكَلُوا مِنْهُ وَهُمْ جِيَاعٌ ، فَلَمَّا رَاحَ النَّاسُ إِلَى الْمَسْجِدِ إِذَا رِيحُ الْمَسْجِدِ بَصَلٌ وَثُومٌ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ الْخَبِيثَةِ فَلا يَقْرَبْنَا.(رواه الطبراني بإسناد حسن)


হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ