হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৩২২

পরিচ্ছেদঃ ৯) মসজিদে গমণ করা। বিশেষ করে অন্ধকারে এবং তার ফযীলতের বর্ণনা

৩২২. (হাসান) সালমান (রাঃ) থেকে বর্ণিত। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ’’যে ব্যাক্তি স্বীয় গৃহে ওযু করে এবং সুন্দরভাবে তা সম্পাদন করে, অতঃপর মসজিদে আগমন করে সে আল্লাহর যিয়ারতকারী। আর যার যিয়ারত করা হয় তার উপর হক হল যিয়ারতকারীর সম্মান করা।’’

(ত্বাবরানী [কাবীর] গ্রন্থে হাদীছটি বর্ণনা করেছেন, মাযমাউল যাওয়ায়েদ ২/৩১)

الترغيب في المشي إلى المساجد سيما في الظلم وما جاء في فضلها

(حسن ) وَ عَنْ سَلْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ أن النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:"مَنْ تَوَضَّأَ فِي بَيْتِهِ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ أَتَى الْمَسْجِدَ، فَهُوَ زَائِرُ اللَّهِ، وَحَقٌّ عَلَى الْمَزُورِ أَنْ يُكْرِمَ الزَّائِرَ" . رواه الطبراني في الكبير


হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ সালমান ফারসী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ