হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
২৭৮
পরিচ্ছেদঃ ৭) মসজিদকে পরিস্কার ও পবিত্র রাখার প্রতি উদ্বুদ্ধকরণ ও তা সুগন্ধিযুক্ত করার বর্ণনা
২৭৮. (সহীহ্ লি গাইরিহী) সামুরা বিন জুনদুব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) গোত্র সমূহে (মহল্লায় মহল্লাহ) আমাদেরকে মসজিদ নির্মাণ করতে নির্দেশ দিয়েছেন এবং আদশে করেছেন উহা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে।
(হাদীছটি বর্ণনা করেছেন আহমাদ ৫/১৭ ও তিরমিযী। তিনি বলেনঃ হাদীছটি সহীহ্)[1]
[1] . শাইখ আলবানী বলেন, হাদিসটি আমি তিরমিযীতে খুঁজে পাইনি। মিযযি তার (তোহফা) গ্রন্থে এবং থাবেলসী (যাখায়ের) গ্রন্থেও হাদিসটি তিরিমিযীতে আছে এমন ইংজিত করেনিন। তবে আবু দাউদ হাদীছটি বর্ণনা করেছেন। দেখুন সহীহ্ আবু দাউদ হা/ ৪৮১
الترغيب في تنظيف المساجد وتطهيرها وما جاء في تجميرها
(صحيح لغيره) وَ عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: " أَمَرَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَتَّخِذَ الْمَسَاجِدَ فِي دِيَارِنَا، وَأَمَرَنَا أَنْ نُنَظِّفَهَا " رواه أحمد والترمذي وقال حديث صحيح