হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
২১৮

পরিচ্ছেদঃ ১১. আঙ্গুল সমূহ খিলাল[1] করার প্রতি উদ্বুদ্ধকরণ ও তা পরিত্যাগ করা এবং যে অংশ ধৌত করা ওয়াজিব তাতে শিথীলতা করার প্রতি ভীতি প্রদর্শনঃ ([1] . খিলাল বলা হয়, দু’দাঁতের মধ্যে থেকে খাদ্যের কণা ইত্যাদি বের করার জন্য যে শলা বা কাঠি ব্যবহার করা হয় তাকে। এখানে উদ্দেশ্য হচ্ছে, দাড়ির চুলকে ফাঁক করে তার মধ্যে এবং হাত ও পায়ের দু’আঙ্গুলের ফাঁকে অন্য আঙ্গুল দ্বারা পানি পৌঁছানো।)

২১৮. (হাসান সহীহ্) আবদুল্লাহ বিন মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’ওযুর সময় আঙ্গুল সমূহ অতিরিক্ত খিলাল করে ধৌত করবে, অন্যথা উহা জাহান্নামের আগুনে বেশী করে জ্বালানো হবে।’’

(ত্বাবরানী [আওসাত গ্রন্থে] মারফূ’ সূত্রে হাদীছটি বর্ণনা করেছেন ১২২)

(সহীহ্ মাওকূফ) কিন্তু [কাবীর গ্রন্থে] ইবনে মাসউদ থেকে হাসান সনদে মাওকূফ সূত্রে বর্ণনা করেছেন। আল্লাহই অধিক জ্ঞান রাখেন।

(সহীহ্ লি গাইরিহী মাওকূফ) ত্বাবরানী [কাবীর গ্রন্থে] মাওকূফ সূত্রে আরো বর্ণনা করেছেনঃ

خَلِّلُوا الأَصَابِعَ الْخَمْسَ لا يَحْشُوهَا اللَّهُ نَارًا

’’তোমরা পাঁচ আঙ্গুল খিলাল করবে, তাহলে আল্লাহ্‌ উহাকে আগুনে জ্বালাবেন না।’’

الترغيب في تخليل الأصابع والترهيب من تركه وترك الإسباغ إذا أخل بشيء من القدر الواجب

(حسن صحيح) وَعَنْ عبد الله بن مسعود رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لتنهكن الأصابع بالطهور أو لتنهكنها النار. رواه الطبراني في الأوسط


হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ