হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
২১৩

পরিচ্ছেদঃ ১০) মেসওয়াকের প্রতি উদ্বুদ্ধকরণ ও তার ফযীলতের বর্ণনা

২১৩. (হাসান লি গাইরিহী) ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’নিশ্চয় আমি মেসওয়াক করার প্রতি আদিষ্ট হয়েছি, এমনকি আমি ধারণা করেছিলাম যে, এ ব্যাপারে হয়তো আমার উপর কুরআন অথবা ওহী নাযিল হয়ে যাবে।’’

(আবু ইয়ালা ২৩৩০ ও আহমাদ ১/৩৩৭) আহমাদের বর্ণনায় বলা হয়েছেঃ

لَقَدْ أُمِرْتُ بِالسِّوَاكِ حَتَّى خَشِيتُ أَنْ يُوحَى إِلَيَّ فِيهِ شيء

’’মেসওয়াকের ব্যাপারে আমাকে এমনভাবে আদেশ করা হয়েছে যে, শেষ পর্যন্ত আমি আশংকা করছিলাম, এব্যাপারে হয়ত আমার নিকট কোন (বিশেষ) ওহী পাঠানো হবে।’’

الترغيب في السواك وما جاء في فضله

(حسن لغيره) وَعَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قالَ: " لَقَدْ أَمَرْتُ بِالسِّوَاكِ، حَتَّى ظَنَنْتُ أَنَّهُ يَنْزِلُ عَلَيَّ فيهِ قُرْآنٌ، أَوْ وَحْيٌ. رواه أبو يعلى وأحمد


হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ