হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
১৬৮
পরিচ্ছেদঃ ৫) লুঙ্গি ছাড়া পুরুষদের এবং নেফাসযুক্ত বা রুগ্ন মহিলা ব্যতীত অন্যান্য মহিলাদের লুঙ্গিসহ গণগোসলখানায় প্রবেশের ব্যাপারে ভীতি প্রদর্শন। এক্ষেত্রে যে নিষেধাজ্ঞা এসেছে তার বর্ণনা
১৬৮. (হাসান সহীহ্) ইমাম আহমাদ হাদীছের শেষাংশটুকু আবু হুরায়রা (রাঃ) থেকেও বর্ণনা করেছেন।[1]
[1] . শায়খ আলবানী বলেন, হাদীছটির সনদ হাসান। (আবু খায়রা) ব্যতীত হাদীছের বর্ণনাকারীগণ পরিচিত। আবু খায়রা মিসরের অধিবাসী। মিসরী বর্ণনাকারীদের সম্পর্কে সবচেয়ে জ্ঞানী আলেম আবু সাঈদ বিন ইউনুস [তারীখে মিসর] নামক গ্রন্থে নির্ভরযোগ্য ব্যক্তিদের মারফত তার জীবনী উল্লেখ করেছেন। তিনি বলেন, আবু খায়রা সম্মানিত লোক ছিলেন।
الترهيب من دخول الرجال الحمام بغير أزر ومن دخول النساء بأزر وغيرها إلا نفساء أو مريضة وما جاء في النهي عن ذلك
-