হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
১৫০
পরিচ্ছেদঃ ১) চলাচলের রাস্তা, ছায়া বা পানির ঘাটে শৌচকার্য করার প্রতি ভীতি প্রদর্শন। আর কিবলাকে সামনে বা পিছনে না করার প্রতি উদ্বুদ্ধ করন
১৫০. (হাসান লি গাইরিহী) মাকহূল থেকে বর্ণিত। তিনি বলেনঃ ’’রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মসজিদের দরজার (আশে-পাশে) প্রস্রাব করতে নিষেধ করেছেন।’’
(আবু দাউদ [মারাসীল গ্রন্থে] বর্ণনা করেছেন ৩)
الترهيب من التخلي على طرق الناس أو ظلهم أو مواردهم والترغيب في الانحراف عن استقبال القبلة واستدبارها
(حسن لغيره) وَعَنْ مكحول رَضِيَ اللَّهُ عَنْهُ قال: نَهىَ رسولُ الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُبَالَ بِأبْوَابِ الْمَساَجِدِ. رواه أبو داود في مراسيله