হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১২১

পরিচ্ছেদঃ ৮) ইলম গোপন রাখার প্রতি ভীতি প্রদর্শন

১২১. (হাসান সহীহ্) আবদুল্লাহ বিন আমর (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ

’’যে ব্যক্তি এলেম গোপন করে রাখবে, আল্লাহ্‌ ক্বিয়ামত দিবসে তাকে আগুনের লাগাম পরাবেন।’’

(হাদীছটি ইবনে হিব্বান ৯৬ ও হাকেম ১/১২০ বর্ণনা করেছেন) হাকেম বলেনঃ হাদীছটি ছহীহ তাতে কোন ত্রুটি নেই।

الترهيب من كتم العلم

(حسن صحيح) وَعَنْ عبد الله بن عَمْروٍ أنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قاَلَ: مَنْ كَتَمَ عِلْمًا أَلْجَمَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ بِلِجَامٍ مِنْ النَّارِ. رواه ابن حبان في صحيحه والحاكم وقال صحيح لا غبار عليه