পরিচ্ছেদঃ ৩২: কুনূত পাঠ না করা
১০৭৯. ইসহাক ইবনু ইব্রাহীম (রহ.) ..... আনাস (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (সা.)- কুনূত পড়েছেন একমাস, যাতে তিনি ’আরবের সম্প্রদায়গুলো হতে কোন সম্প্রদায়ের ওপর বদদু’আ করেছিলেন। অতঃপর তা পরিত্যাগ করেন।
تَرْكُ الْقُنُوتِ
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قال: أَنْبَأَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قال: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَنَتَ شَهْرًا يَدْعُو عَلَى حَيٍّ مِنْ أَحْيَاءِ الْعَرَبِ ثُمَّ تَرَكَهُ . تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۰۷۸ (صحیح) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1080 - صحيح
32. Not Saying The Qunut
It was narrated from Anas that: The Messenger of Allah (ﷺ) said the Qunut for one month, supplicating against one of the 'Arab tribes, then he stopped doing that.