হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১০০৪

পরিচ্ছেদঃ ৭৫: এক রাক’আতে দু’ সূরাহ্ পাঠ করা

১০০৪. ইসহাক ইবনু ইব্রাহীম (রহ.) ..... ’আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, পরস্পর সামঞ্জস্যপূর্ণ যেসব সূরাহ্ রাসূলুল্লাহ (সা.) পাঠ করতেন, আমি সেসব সূরার সাথে পরিচিত। রাসূলুল্লাহ (সা.) - দশ রাক’আতে অনুরূপ বিশটি সূরাহ্ পাঠ করতেন। অতঃপর তিনি ’আলকামাহ-এর হাত ধরে ভিতরে প্রবেশ করলেন। পরে ’আলকামাহ্ আমাদের কাছে বের হয়ে আসলেন। আমরা তাকে প্রশ্ন করলাম, তিনি আমাদেরকে সে সকল সূরাহ্ অবহিত করলেন।

قراءة سورتين في ركعة

أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، ‏‏‏‏‏‏قال:‏‏‏‏ أَنْبَأَنَا عِيسَى بْنُ يُونُسَ، ‏‏‏‏‏‏عَنِ الْأَعْمَشِ، ‏‏‏‏‏‏عَنْ شَقِيقٍ، ‏‏‏‏‏‏عَنْ عَبْدِ اللَّهِ، ‏‏‏‏‏‏قال:‏‏‏‏ إِنِّي لَأَعْرِفُ النَّظَائِرَ الَّتِي كَانَ يَقْرَأُ بِهِنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِشْرِينَ سُورَةً فِي عَشْرِ رَكَعَاتٍ، ‏‏‏‏‏‏ثُمَّ أَخَذَ بِيَدِ عَلْقَمَةَ فَدَخَلَ، ‏‏‏‏‏‏ثُمَّ خَرَجَ إِلَيْنَا عَلْقَمَةُ فَسَأَلْنَاهُ فَأَخْبَرَنَا بِهِنَّ . تخریج دارالدعوہ: فضائل القرآن ۶ (۴۹۹۶)، صحیح مسلم/المسافرین ۴۹ (۸۲۲) مطولاً، سنن الترمذی/الصلاة ۳۰۵ (۶۰۲) مطولاً، (تحفة الأشراف: ۹۲۴۸)، مسند احمد ۱/۳۸۰، ۴۱۷، ۴۲۷، ۴۵۵ (صحیح) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1005 - صحيح

75. Reciting Two Surahs In One Rak'ah


It was narrated that 'Abdullah said: I know the similar surahs that the Messenger of Allah (ﷺ) used to recite, twenty surahs in ten rak'ahs. Then he took 'Alqamah's hand and went in, then 'Alqamah came out and we asked him and he told us what they were.