পরিচ্ছেদঃ ৭০: ‘ইশার সালাতে “সাব্বিহিসমা রব্বিকাল আলা-” পাঠ করা
৯৯৭. মুহাম্মাদ ইবনু কুদামাহ্ (রহ.) ..... জাবির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, মু’আয একা দাড়িয়ে ’ইশার সালাত আদায় করলেন এবং তা দীর্ঘায়িত করলেন। নবী (সা.) এ বললেন, হে মু’আয! তুমি কি (লোকেদের) ফিত্না ও বিপদে ফেলবে? তুমি কি (লোকেদের) ফিনা ও কষ্টে ফেলবে? তুমি “সাব্বিাহসমা রব্বিকাল আ’লা-" (৮৭. সূরাহ্ আল আ’লা-), “ওয়াযযুহা” (৯৩. সূরাহ আ্যু যুহা-) এবং “ইযাস্ সামা-উন্ ফাত্বারাত (৮২. সূরাহ আল ইনফিত্বা-র) তিলাওয়াত করনি কেন?”
القراءة في العشاء الآخرة بسبح اسم ربك الأعلى
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، قال: حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنْ جَابِرٍ، قال: قَامَ مُعَاذٌ فَصَلَّى الْعِشَاءَ الْآخِرَةَ فَطَوَّلَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَفَتَّانٌ يَا مُعَاذُ، أَفَتَّانٌ يَا مُعَاذُ أَيْنَ كُنْتَ، عَنْ سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى و الضُّحَى و إِذَا السَّمَاءُ انْفَطَرَتْ . تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۸۳۲ (صحیح) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 998 - صحيح
70. Reciting: "Glorify The Name Of Your Lord, The Most High" In 'Isha'
It was narrated that Jabir said: Muadh stood up and prayed Isha', and made it lengthy. The Prophet (ﷺ) said: 'Do you want to cause hardship to the people, O Mu'adh; do you want to cause hardship to the people O Mu'adh? Why didn't you recite 'Glorify the Name of your Lord Most High' or Ad-Duha or; 'When the heaven is cleft asunder?