হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৯৫০

পরিচ্ছেদঃ ৪৩: ফজরের সালাতে সূরাহ্ ক্বফ পাঠ করা

৯৫০. ইসমাঈল ইবনু মাস’উদ ও মুহাম্মাদ ইবনু ’আবদুল আ’লা (রহ.) ..... যিয়াদ ইবনু ’ইলাকাহ্ (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আমার চাচাকে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ (সা.) -এর সঙ্গে ফজরের সালাত আদায় করেছি। তিনি এর এক রাকআতে (সূরাহ কফ ৫০: ১০) وَ النَّخۡلَ بٰسِقٰتٍ لَّهَا طَلۡعٌ نَّضِیۡدٌ  পাঠ করলেন। (হাদীসের অন্যতম রাবী শু’বাহ বলেন) তারপর বাজারে ভিড়ের মধ্যে তার সাথে দেখা হলে তিনি বললেন, সূরাহ্ ক্কফ পাঠ করেছিলেন।

القراءة في الصبح بقاف

أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، ‏‏‏‏‏‏وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، ‏‏‏‏‏‏وَاللَّفْظُ لَهُ قال:‏‏‏‏ حَدَّثَنَا خَالِدٌ، ‏‏‏‏‏‏عَنْ شُعْبَةَ، ‏‏‏‏‏‏عَنْ زِيَادِ بْنِ عِلَاقَةَقال:‏‏‏‏ سَمِعْتُ عَمِّي يَقُولُ:‏‏‏‏ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصُّبْحَ فَقَرَأَ فِي إِحْدَى الرَّكْعَتَيْنِ وَالنَّخْلَ بَاسِقَاتٍ لَهَا طَلْعٌ نَضِيدٌ ، ‏‏‏‏‏‏قَالَ شُعْبَةُ:‏‏‏‏ فَلَقِيتُهُ فِي السُّوقِ فِي الزِّحَامِ فَقَالَ ق. تخریج دارالدعوہ: صحیح مسلم/الصلاة ۳۵ (۴۵۷)، سنن الترمذی/فیہ ۱۱۲ (۳۰۶)، سنن ابن ماجہ/إقامة ۵ (۸۱۶)، (تحفة الأشراف: ۱۱۰۸۷)، مسند احمد ۴/۳۲۲، سنن الدارمی/الصلاة ۶۶ (۱۳۳۴، ۱۳۳۵) (صحیح) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 951 - صحيح

43. Reciting (Surah) Qaf In Subh


It was narrated that Ziyad bin Ilaqah said: I heard my paternal uncle say: 'I prayed Subh with the Messenger of Allah (ﷺ), and in one of the rak'ahs he recited: And tall date palms, with ranged clusters.