পরিচ্ছেদঃ ৩৩: ইমামের উচ্চস্বরে ‘আ-মীন’ বলা
৯২৬. মুহাম্মাদ ইবনু মানসূর (রহ.) ..... আবু হুরায়রাহ (রাঃ)-এর সূত্রে নবী (সা.) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন তিলাওয়াতকারী (ইমাম) আ-মীন বলেন তখন তোমরাও ’আ-মীন বল। কারণ মালায়িকাহ (ফেরেশতাগণ)-ও ’আ-মীন’ বলে থাকেন। আর যার ’আ-মীন’ মালায়িকাহ’র (ফেরেশতাগণের) আ-মীন বলার সাথে হয় তার পূর্ববর্তী পাপ মার্জনা করে দেয়া হয়।
جهر الإمام بآمين
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ قال: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا أَمَّنَ الْقَارِئُ فَأَمِّنُوا فَإِنَّ الْمَلَائِكَةَ تُؤَمِّنُ فَمَنْ وَافَقَ تَأْمِينُهُ تَأْمِينَ الْمَلَائِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ . تخریج دارالدعوہ: صحیح البخاری/الدعوات ۶۳ (۶۴۰۲)، سنن ابن ماجہ/إقامة ۱۴ (۸۵۱)، مسند احمد ۲/۲۳۸، (تحفة الأشراف: ۱۳۱۳۶) (صحیح) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 927 - صحيح
33. Imam Saying Amin Out Loud
It was narrated from Abu Hurairah that: The Prophet (ﷺ) said: When the reciter says Amin, then say: Amin too, for the angels say Amin and if a person's Amin coincides with the Amin of the angels, Allah will forgive his previous sins.