পরিচ্ছেদঃ ৩২: মহিলাদের উত্তম কাতার, পুরুষের নিকৃষ্ট কাতার প্রসঙ্গে আলোচনা
৮২০. ইসহাক ইবনু ইব্রাহীম (রহ.) ..... আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: পুরুষদের কাতারের মধ্যে উত্তম হলো প্রথম কাতার আর নিকৃষ্ট কাতার হলো শেষ কাতার। আর মহিলাদের কাতারের মধ্যে উত্তম হলো শেষের কাতার এবং নিকৃষ্ট হলো প্রথম কাতার।
ذكر خير صفوف النساء وشر صفوف الرجال
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قال: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قال: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: خَيْرُ صُفُوفِ الرِّجَالِ أَوَّلُهَا وَشَرُّهَا آخِرُهَا وَخَيْرُ صُفُوفِ النِّسَاءِ آخِرُهَا وَشَرُّهَا أَوَّلُهَا . تخریج دارالدعوہ: صحیح مسلم/الصلاة ۲۸ (۴۴۰)، وقد أخرجہ: سنن ابی داود/الصلاة ۹۸ (۶۷۸)، سنن الترمذی/الصلاة ۵۲ (۲۲۴)، سنن ابن ماجہ/إقامة ۵۲ (۱۰۰۰)، (تحفة الأشراف: ۱۲۵۹۶)، مسند احمد ۲/۲۴۷، ۳۳۶، ۳۴۰، ۳۶۷، ۴۸۵، سنن الدارمی/الصلاة ۵۲ (۱۳۰۴) (صحیح۷۹۰) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 821 - صحيح
32. The Best Row For Women And The Worst Row For Men
It was narrated that Abu Hurairah said: The Messenger of Allah (ﷺ) said: 'The best rows for men are the front rows and the worst are the last, and the best rows for women are the back rows and the worst are those in the front. '