পরিচ্ছেদঃ ৪০: সালাতের অপেক্ষায় মসজিদে বসার ব্যাপারে উৎসাহ প্রদান
৭৩৪. কুতায়বাহ্ (রহ.) ..... ’আইয়্যাশ ইবনু ’উকবাহ্ (রহ.) হতে বর্ণিত। ইয়াহইয়া ইবনু মায়মূন তাকে বলেছেন যে, তিনি সাহল আস্ সাইদী (রাঃ)-কে বলতে শুনেছেন, আমি রাসূলুল্লাহ (সা.) -কে বলতে শুনেছি, যে ব্যক্তি মসজিদে সালাতের প্রতিক্ষায় থাকে, সে যেন সালাতের মধ্যেই থাকে।
الترغيب في الجلوس في المسجد وانتظار الصلاة
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قال: حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ عَيَّاشِ بْنِ عُقْبَةَ، أَنَّ يَحْيَى بْنَ مَيْمُونٍ حَدَّثَهُ، قال: سَمِعْتُ سَهْلًا السَّاعِدِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: مَنْ كَانَ فِي الْمَسْجِدِ يَنْتَظِرُ الصَّلَاةَ فَهُوَ فِي الصَّلَاةِ . تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۴۸۰۸)، مسند احمد ۵/۳۳۱ (صحیح) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 735 - صحيح
40. Encouragement To Sit In The Masjid And Wait For The Prayer
Sahl As-Sa'idi, may Allah be pleased with him, said: I heard the Messenger of Allah (ﷺ) say: 'Whoever is in the Masjid waiting for the prayer, he is in a state of prayer.'