পরিচ্ছেদঃ ১৮৯: খাদ্যগ্রহণ করেনি এমন বাচ্চার প্রস্রাব প্রসঙ্গে
৩০৩. কুতায়বাহ্ (রহ.) ..... ’আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) -এর নিকট একটি শিশু আনা হল। সে তার কোলে প্রস্রাব করে দিল, তিনি কিছু পানি আনালেন এবং তা প্রস্রাবের উপর ঢেলে দিলেন।
بَاب بَوْلِ الصَّبِيِّ الَّذِي لَمْ يَأْكُلْ الطَّعَامَ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قالت: أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِصَبِيٍّ فَبَالَ عَلَيْهِ، فَدَعَا بِمَاءٍ فَأَتْبَعَهُ إِيَّاهُ . تخریج دارالدعوہ: صحیح البخاری/الوضوء ۵۹ (۲۲۲)، العقیقة ۱ (۵۴۶۸)، الأدب ۲۱ (۶۰۰۲)، الدعوات ۳۰ (۶۳۵۵)، (تحفة الأشراف: ۱۷۱۶۳)، وقد أخرجہ: صحیح مسلم/الطہارة ۳۱ (۲۸۶)، سنن ابن ماجہ/فیہ ۷۷ (۵۲۳)، موطا امام مالک/الطہارة۳۰ (۱۰۹) مسند احمد ۶/۵۲، ۲۱۰، ۲۱۲ (صحیح) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 304 - صحيح
189. Urine Of A Boy Who Does Not Yet Eat Food
It was narrated that 'Aishah said: A small boy was brought to the Messenger of Allah (ﷺ) and he urinated on him, so he called for water and poured it on the place where the urine was.