হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
২৮৪

পরিচ্ছেদঃ ১৭৯: ঋতুমতির সঙ্গে শয়ন করা।

২৮৪. মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহ.) ..... ’আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি এবং রাসূলুল্লাহ (সা.) - একই চাদরে রাত্রিযাপন করতাম অথচ তখন আমি ঋতুমতি। যদি আমার কোন কিছু তাঁর শরীরে লাগত, তখন তিনি ঐ স্থানই ধুয়ে নিতেন, এর বেশি ধুতেন না। আর এ অবস্থাতেই তিনি সালাত আদায় করতেন, আবার তিনি বিছানায় ফিরে আসতেন।
পুনরায় যদি আমার থেকে কোন কিছু তাঁর শরীরে লাগত, তবে তিনি শরীরের ঐ অংশটুকুই ধুতেন এবং এর অতিরিক্ত ধুতেন না। অতঃপর এ অবস্থাতেই তিনি সালাত আদায় করতেন।

بَاب مُضَاجَعَةِ الْحَائِضِ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، ‏‏‏‏‏‏قال:‏‏‏‏ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، ‏‏‏‏‏‏عَنْ جَابِرِ بْنِ صُبْحٍ، ‏‏‏‏‏‏قال:‏‏‏‏ سَمِعْتُ خِلَاسًا، ‏‏‏‏‏‏يُحَدِّثُ عَنْ عَائِشَةَ، ‏‏‏‏‏‏قالت:‏‏‏‏ كُنْتُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيتُ فِي الشِّعَارِ الْوَاحِدِ وَأَنَا طَامِثٌ أَوْ حَائِضٌ، ‏‏‏‏‏‏فَإِنْ أَصَابَهُ مِنِّي شَيْءٌ غَسَلَ مَكَانَهُ وَلَمْ يَعْدُهُ وَصَلَّى فِيهِ، ‏‏‏‏‏‏ثُمَّ يَعُودُ فَإِنْ أَصَابَهُ مِنِّي شَيْءٌ فَعَلَ مِثْلَ ذَلِكَ وَلَمْ يَعْدُهُ وَصَلَّى فِيهِ . تخریج دارالدعوہ: سنن ابی داود/الطھارة ۱۰۷ (۲۶۹)، انکاح ۴۷ (۲۱۶۶)، (تحفة الأشراف: ۱۶۰۶۷)، مسند احمد ۶/۴۴، سنن الدارمی/الطھارة ۱۰۵ (۱۰۵۳)، ویأتي عند المؤلف بأرقام: ۳۷۲، ۷۷۴ (صحیح) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 285 - صحيح

179. Lying Down With A Menstruating Woman


It was narrated that 'Aishah said: The Messenger of Allah (ﷺ) and I would sleep under a single blanket when I was menstruating. If anything got on him from me, he would wash that spot and no more, and pray in it, then come back. If anything got on it again from me, he would do likewise and no more, and he would pray in it.