পরিচ্ছেদঃ ১৪৪: পুরুষের গোসলের জন্যে কি পরিমাণ পানির প্রয়োজন হয়?
২২৭. মুহাম্মাদ ইবনু ’আবদুল আ’লা (রহ.) ..... আবূ বকর ইবনু হাফস (রহ.) হতে বর্ণিত। আমি আবূ সালামাকে বলতে শুনেছি, আমি এবং আয়িশাহ্ (রাঃ) -এর দুধ ভাই তাঁর নিকট গেলাম। তার ভাই নবী (সা.) -এর গোসল সম্পর্কে প্রশ্ন করলেন। তখন তিনি এমন একটি পাত্র আনলেন যাতে এক সা’ পরিমাণ পানি ছিল। তারপর তিনি যথাযথ পর্দা করে গোসল করলেন এবং তাঁর মাথায় তিনবার পানি ঢাললেন।
بَاب ذِكْرِ الْقَدْرِ الَّذِي يَكْتَفِي بِهِ الرَّجُلُ مِنْ الْمَاءِ لِلْغُسْلِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قال: حَدَّثَنَا خَالِدٌ، قال: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بَكْرِ بْنِ حَفْصٍ، سَمِعْتُ أَبَا سَلَمَةَ، يَقُولُ: دَخَلْتُ عَلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا وَأَخُوهَا مِنَ الرَّضَاعَةِ، فَسَأَلَهَا عَنْ غُسْلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَعَتْ بِإِنَاءٍ فِيهِ مَاءٌ قَدْرَ صَاعٍ، فَسَتَرَتْ سِتْرًا فَاغْتَسَلَتْ، فَأَفْرَغَتْ عَلَى رَأْسِهَا ثَلَاثًا . تخریج دارالدعوہ: صحیح البخاری/الغسل ۳ (۲۵۱)، صحیح مسلم/الحیض۱۰ (۳۲۰)، (تحفة الأشراف: ۱۷۷۹۲)، مسند احمد ۶/۷۱، ۷۲، ۱۴۳، ۱۴۴، ۱۷۳ (صحیح) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 228 - صحيح
144. Mention Of How Much Water Is Sufficient For A Man To Perform Ghusl
It was narrated from Abu Bakr bin Hafs: I heard Abu Salamah say: 'I entered upon 'Aishah and her foster-brother was with her. He asked her about the Ghusl of the Prophet (ﷺ). She called for a vessel in which was a Sa' of water, then she concealed herself and performed Ghusl and poured water over her head three times.'