পরিচ্ছেদঃ ১২২: আগুনে জ্বাল দেয়া জিনিস খাবার পরে উযূ করা
১৭৪. ইব্রাহীম ইবনু ইয়াকূব (রহ.) ..... ’আবদুর রহমান ইবনু ’আমর আল আওযাঈ (রহ.) হতে বর্ণিত। তিনি মুত্ত্বালিব ইবনু আবদুল্লাহ ইবনু হানতাব (রহ.)-কে বলতে শুনেছেন যে, ইবনু আব্বাস (রাঃ) বলেছেন, আগুন স্পর্শ করার কারণে আমাকে কি ঐ খাদ্যের জন্যে উযূ করতে হবে যাকে আমি আল্লাহর কিতাবে (কুরআনে) বৈধ পেয়েছি। তা শুনে আবূ হুরায়রাহ্ (রাঃ) কতগুলো পাথর টুকরা জমা করলেন এবং বললেন, আমি এ কঙ্কর পরিমাণ সাক্ষ্য দিচ্ছি যে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: তোমরা উযূ করবে ঐ সকল জিনিস খেলে যা আগুন স্পর্শ করেছে।
بَاب الْوُضُوءِ مِمَّا غَيَّرَتْ النَّارُ
أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، قال: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، قال: حَدَّثَنَا أَبِي، عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، قال: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو الْأَوْزَاعِيِّ، أَنَّهُ سَمِعَ الْمُطَّلِبَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ حَنْطَبٍ، يَقُولُ: قَالَ ابْنُ عَبَّاسٍ: أَتَوَضَّأُ مِنْ طَعَامٍ أَجِدُهُ فِي كِتَابِ اللَّهِ حَلَالًا لِأَنَّ النَّارَ مَسَّتْهُ، فَجَمَعَ أَبُو هُرَيْرَةَ حَصًى، فَقَالَ: أَشْهَدُ عَدَدَ هَذَا الْحَصَى أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: تَوَضَّئُوا مِمَّا مَسَّتِ النَّارُ . تخریج دارالدعوہ: تفرد بہ النسائی، (تحفة الأشراف: ۱۴۶۱۴)، مسند احمد ۲/۵۲۹ (صحیح) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 174 - صحيح
122. Wudu' From (Eating) That Which Has Been Altered By Fire
Ibn 'Abbas said: Should I perform Wudu' after eating food that I see in the Book of Allah is permissible because fire has touched it? Abu Hurairah gathered some pebbles and said: I bear witness (as many times as) the number of these pebbles, that the Messenger of Allah (ﷺ) said: 'Perform Wudu' from that which has been touched by fire.'