হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
১০৮৯
পরিচ্ছেদঃ ১০৭. হায়িযগ্রস্ত স্ত্রীর সাথে মেলামেশা করা
১০৮৯. নাফি’ রাহি. হতে বর্ণিত, ইবনু উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, কোনো নারীর ওযুর অবশিষ্ট পানি ব্যাবহারে কোনো দোষ নেই, যতক্ষণ সে ’জুনুবী’ (অপবিত্র) অথবা হায়েযগ্রস্ত না হয়।[1]
[1] তাহক্বীক্ব: রাবীগণ নির্ভরযোগ্য। তবে ইবনু ইসহাক মুদাল্লিস আর তিনি এটি ‘আন আন’ পদ্ধতিতে বর্ণনা করেছেন। ফলে এ সনদ যয়ীফ। ((তবে হাদীসটি সহীহ লিগয়রিহী- যা তাখরীজে উল্লেখিত হয়েছে- অনুবাদক))।
তাখরীজ: ইবনু আবী শাইবা ১/৩৩; আব্দুর রাযযাক নং ৩৯৪ সহীহ সনদে।
بَاب مُبَاشَرَةِ الْحَائِضِ
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ خَالِدٍ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ لَا بَأْسَ بِفَضْلِ وَضُوءِ الْمَرْأَةِ مَا لَمْ تَكُنْ جُنُبًا أَوْ حَائِضًا