হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৫১৪

পরিচ্ছেদঃ ৭৮. একই ফরয নামায এক দিনে দুইবার পড়া যাবে না

১৫১৪(৩). আহমাদ ইবনে ইসহাক ইবনে বাহলুল (রহঃ) ... মায়মূনা (রাঃ)-এর মুক্তদাস সুলায়মান (রহঃ) বলেন, আমি একদিন ইবনে উমার (রাঃ)-র নিকট এলাম। তখন তিনি আল-বালাত নামক স্থানে বসা ছিলেন। আর লোকজন আসরের নামায পড়ছিল। আমি বললাম, হে আবু আবদুর রহমান! লোকজন নামায পড়ছে? তিনি বলেন, আমি ইতিপূর্বে নামায পড়েছি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ একই ফরয নামায একদিনে দুইবার পড়া যাবে না। এই হাদীস আমর ইবনে শুআইব (রহঃ) থেকে কেবল হুসাইন আল-মু’আল্লিমই বর্ণনা করেছেন। আল্লাহ সর্বাধিক জ্ঞাত।

بَابُ لَا يُصَلِّي مَكْتُوبَةً فِي يَوْمٍ مَرَّتَيْنِ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِسْحَاقَ بْنِ الْبُهْلُولِ ، ثَنَا أَبِي ، ثَنَا أَبُو أُسَامَةَ أَخْبَرَنِي حُسَيْنُ بْنُ ذَكْوَانَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ شُعَيْبٍ أَخْبَرَنِي سُلَيْمَانُ مَوْلَى مَيْمُونَةَ قَالَ : أَتَيْتُ عَلَى ابْنِ عُمَرَ ذَاتَ يَوْمٍ وَهُوَ جَالِسٌ بِالْبَلَاطِ وَالنَّاسُ فِي صَلَاةِ الْعَصْرِ فَقُلْتُ : أَبَا عَبْدِ الرَّحْمَنِ النَّاسُ فِي الصَّلَاةِ. قَالَ : إِنِّي قَدْ صَلَّيْتُ ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَقُولُ : " لَا تُصَلَّى صَلَاةٌ مَكْتُوبَةٌ فِي يَوْمٍ مَرَّتَيْنِ " . قَالَ الشَّيْخُ : تَفَرَّدَ بِهِ حُسَيْنٌ الْمُعَلِّمُ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ وَاللَّهُ أَعْلَمُ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ