হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৪৯১

পরিচ্ছেদঃ ৭৪. আল-কুরআনের সিজদাসমূহ

১৪৯১(৯). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) প্রমুখ ... উকবা ইবনে আমের (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! সূরা হজ্জে কি দু’টি সিজদা? তিনি বলেনঃ হাঁ। তুমি যদি দু’টি সিজদা দিতে না চাও তাহলে সে দু’টি আয়াত পড়ো না।

بَابُ سُجُودِ الْقُرْآنِ

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ وَآخَرُونَ قَالُوا : نَا مُحَمَّدُ بْنُ مُسْلِمِ بْنِ وَارَهْ ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مُوسَى بْنِ أَعْيَنَ قَالَ : قَرَأْتُ عَلَى أَبِي عَنْ عَمْرِو ابْنِ الْحَارِثِ عَنِ ابْنِ لَهِيعَةَ أَنَّ مِشْرَحَ بْنَ هَاعَانَ حَدَّثَهُ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ : قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، فِي سُورَةِ الْحَجِّ سَجْدَتَانِ ، قَالَ : " نَعَمْ ، إِنْ لَمْ تَسْجُدْهُمَا فَلَا تَقْرَأْهُمَا


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ উকবাহ ইবনু আমির (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ