হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
১৪৮৪
পরিচ্ছেদঃ ৭৪. আল-কুরআনের সিজদাসমূহ
১৪৮৪(২). ইবনে মানী’ (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের সিজদাসমূহে বলতেনঃ "সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সাম্আহু ওয়া বাসারাহু বিহাওলিহি ওয়া কুওয়াতিহি" (আমার মুখমণ্ডল সেই মহান সত্তাকে সিজদা করলো যিনি নিজ শক্তি ও ক্ষমতাবলে তাকে সৃষ্টি করেছেন, তাতে শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি দান করেছেন)।
بَابُ سُجُودِ الْقُرْآنِ
حَدَّثَنَا ابْنُ مَنِيعٍ ، ثَنَا الْقَوَارِيرِيُّ ، ثَنَا سُفْيَانُ بْنُ حَبِيبٍ ، ثَنَا خَالِدٌ الْحَذَّاءُ عَنْ أَبِي الْعَالِيَةِ عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ يَقُولُ فِي سُجُودِ الْقُرْآنِ : " سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ