হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
১৪৬১
পরিচ্ছেদঃ ৬৮. ইমাম কিরাআত পড়তে আটকে গেলে মোক্তাদী তাকে স্মরণ করিয়ে দিবে
১৪৬১(৪)। আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইমাম তোমাদের নিকট খাবার চাইলে তোমরা তাকে খাবার দাও (তার কিরাআতের জট খুলে দাও)।
بَابُ تَلْقِينِ الْمَأْمُومِ لإِمَامِهِ إِذَا وَقَفَ فِي قِرَاءَتِهِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ، ثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ ، ثَنَا أَبُو حَفْصٍ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ قَالَ : أُرَاهُ عَنْ عَلِيٍّ ، قَالَ : إِذَا اسْتَطْعَمَكُمُ الْإِمَامُ فَأَطْعِمُوهُ