হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
১৩৯৮
পরিচ্ছেদঃ ৫৯. অসুস্থ ব্যক্তির নামায যার দাঁড়ানোর শক্তি নেই এবং জন্তুযানের পিঠে ফরয নামায পড়া
১৩৯৮(৪). ইবরাহীম ইবনে হাম্মাদ (রহঃ) ... হুসাইন আল-মু’আল্লিম (রহঃ) থেকে এই সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। এই সূত্রে আন-নাসূর এর স্থলে আল-বাসূর শব্দ আছে।
بَابُ صَلَاةِ الْمَرِيضِ لَا يَسْتَطِيعُ الْقِيَامَ وَالْفَرِيضَةِ عَلَى الرَّاحِلَةِ
ثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمَّادٍ ، ثَنَا عَبَّاسُ بْنُ يَزِيدَ ، ثَنَا أَبُو عَامِرٍ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ بِهَذَا . وَقَالَ الْبَاسُورُ