হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৩৯০

পরিচ্ছেদঃ ৫৬. পূর্ণরূপে না দাঁড়ালে বসে যাবে

১৩৯০(৩). মুহাম্মাদ ইবনে ইয়াইয়া ইবনে মিরদাস (রহঃ) ... আবু দাউদ (রহঃ) বলেন, আমি আহমাদ ইবনে হাম্বল (রহঃ)-কে বলতে শুনেছি, জাবের (রহঃ)-এর হাদীসে তার সম্পর্কে কোন মন্তব্য করা হয়নি, তবে তাতে তার মতামত সম্পর্কে মন্তব্য করা হয়েছে। আবু দাউদ (রহঃ) বলেন, আমার মতে জাবের (রহঃ) তেমন শক্তিশালী রাবী নন তার হাদীস ও মতামতের ব্যাপারে।

بَابُ الرُّجُوعِ إِلَى الْقُعُودِ قَبْلَ اسْتِتْمَامِ الْقِيَامِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مِرْدَاسٍ نَا أَبُو دَاوُدَ قَالَ : سَمِعْتُ أَحْمَدَ بْنَ حَنْبَلٍ يَقُولُ : لَمْ يُتَكَلَّمْ فِي جَابِرٍ فِي حَدِيثِهِ إِنَّمَا تُكُلِّمَ فِيهِ لِرَأْيِهِ. قَالَ أَبُو دَاوُدَ : وَجَابِرٌ عِنْدِي لَيْسَ بِالْقَوِيِّ فِي حَدِيثِهِ وَرَأْيِهِ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ