হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১২৭২

পরিচ্ছেদঃ ৩৯. রুকু-সিজদার সময় নামাযী যা বলবে তার বিবরণ

১২৭২(৯). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রুকূতে ’সুব্বুহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার-রূহ’ বলতেন (ফেরেশতাগণের ও জিবরীলের প্রতিপালক পবিত্র ও ত্রুটিমুক্ত)। অধস্তন রাবী বলেন, আমার নিকট আদ-দাসতাওয়াঈর সহচর হিশাম-কাতাদা-মুতাররিফ-আয়েশা (রাঃ) সূত্রে হাদীস বর্ণনা করেন। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রুকু ও সিজদায় বলতেন। আমি সুলায়মান ইবনে হারবকে বললাম, শো’বা (রহঃ) বলেন, আমার নিকট হিশাম হাদীস বর্ণনা করেন। তিনি (সুলায়মান) বলেন, তিনি (হিশাম) এরূপ বলেছেন।

بَابُ صِفَةُ مَا يَقُولُ الْمُصَلِّي عِنْدَ رُكُوعِهِ وَسُجُودِهِ

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ الدَّقِيقِيُّ ، ثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ ، ثَنَا شُعْبَةُ ، عَنْ قَتَادَةَ ، عَنْ مُطَرِّفٍ ، عَنْ عَائِشَةَ ؛ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ يَقُولُ فِي رُكُوعِهِ : " سُبُّوحٌ قُدُّوسٌ رَبُّ ، الْمَلَائِكَةِ وَالرُّوحِ " . قَالَ : وَحَدَّثَنِي هِشَامٌ صَاحِبُ الدَّسْتَوَائِيِّ ، عَنْ قَتَادَةَ ، عَنْ مُطَرِّفٍ ، عَنْ عَائِشَةَ ؛ أَنَّهَا قَالَتْ : كَانَ يَقُولُ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ .... ، قُلْتُ لِسُلَيْمَانَ بْنِ حَرْبٍ : شُعْبَةُ يَقُولُ : حَدَّثَنِي هِشَامٌ ، قَالَ : كَذَا قَالَ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ