হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১২৫০

পরিচ্ছেদঃ ৩৭. যুহর, আসর ও ফজর নামাযের কিরাআতের পরিমাণ

১২৫০(২). মুহাম্মাদ ইবনে মাখলাদ আল-বাজালী (রহঃ) ... কায়েস ইবনে আবু হাযেম (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বসরায় ইবনে আব্বাস (রাঃ)-এর পিছনে নামায পড়েছি। তিনি প্রথম রাকআতে সূরা আল-ফাতিহা পড়ার পর সূরা আল-বাকারার প্রথম আয়াত পড়েন, তারপর দ্বিতীয় রাকআতের জন্য দাঁড়ান এবং সূরা আল-ফাতিহা পড়ার পর সূরা আল-বাকারার দ্বিতীয় আয়াত পড়েন, তারপর রুকূ করেন। তিনি নামাযশেষে আমাদের দিকে ফিরে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেছেন, “কুরআনের যতটুকু আবৃত্তি করা তোমাদের জন্য সহজ ততটুকু পড়ো” (সূরা মুয্‌যামমিল : ২০)।

এই হাদীসের সনদ হাসান এবং এতে সেই ব্যক্তির জন্য দলীল রয়েছে যে ব্যক্তি বলে, “ফাকরাউ মা তাইয়াসসারা মিনহু”, এর তাৎপর্য হলো, তা সূরা আল-ফাতিহা পড়ার পর। আল্লাহ সর্বাধিক জ্ঞাত।

بَابُ قَدْرِ الْقِرَاءَةِ فِي الظُّهْرِ وَالْعَصْرِ وَالصُّبْحِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ الْبَجَلِيُّ ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ الْأَوْدِيُّ ، نَا سَهْلُ بْنُ عَامِرٍ الْبَجَلِيُّ ، ثَنَا هُرَيْمُ بْنُ سُفْيَانَ ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ ، قَالَ : " صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ بِالْبَصْرَةِ ، فَقَرَأَ فِي أَوَّلِ رَكْعَةٍ : بِالْحَمْدِ وَأَوَّلِ آيَةٍ مِنَ الْبَقَرَةِ ، ثُمَّ قَامَ فِي الثَّانِيَةِ ، فَقَرَأَ : بِالْحَمْدِ وَالْآيَةِ الثَّانِيَةِ مِنَ الْبَقَرَةِ ، ثُمَّ رَكَعَ ، فَلَمَّا انْصَرَفَ أَقْبَلَ عَلَيْنَا ، فَقَالَ : إِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ : ( فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنْهُ ) . إِنَّمَا هُوَ بَعْدَ قِرَاءَةِ فَاتِحَةِ الْكِتَابِ . وَاللَّهُ أَعْلَمُ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ