পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৬৩(৩৬). ইয়াহইয়া ইবনে মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমরা আলহামদু লিল্লাহ (সূরা আল-ফাতিহা) পড়বে তখন বিসমিল্লাহির রহমানির রাহীম পড়বে। কারণ তা (সূরা আল-ফাতিহা) উম্মুল কুরআন, উম্মুল কিতাব ও আস-সাবউল মাছানী (বারবার পঠিত সাত আয়াত)। আর বিসমিল্লাহির রহমানির রাহীম তার একটি আয়াত । আবু বাকর আল-হানাফী (রহঃ) বলেন, অতঃপর আমি নূহ (রহঃ)-এর সাথে সাক্ষাত করলাম এবং তিনি আমার নিকট সাঈদ ইবনে আবু সাঈদ আল-মাকবুরী-আবু হুরায়রা (রাঃ) সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেন। তবে তিনি তা মারফু’রূপে বর্ণনা করেননি।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ ، وَمُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، قَالَا : نَا جَعْفَرُ بْنُ مُكْرَمٍ ، ثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ ، ثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ ، أَخْبَرَنِي نُوحُ بْنُ أَبِي بِلَالٍ ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " إِذَا قَرَأْتُمُ : ( الْحَمْدُ لِلَّهِ ) فَاقْرَءُوا : ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) إِنَّهَا أُمُّ الْقُرْآنِ وَأُمُّ الْكِتَابِ وَالسَّبْعُ الْمَثَانِي ، وَ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) إِحْدَاهَا قَالَ أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ : ثُمَّ لَقِيتُ نُوحًا ، فَحَدَّثَنِي عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ ، عَنْ أَبِي هُرَيْرَةَ : بِمِثْلِهِ ، وَلَمْ يَرْفَعْهُ