পরিচ্ছেদঃ ২০. জামায়াতে পুনরায় নামায পড়া
১০৫৩(১). আবু সালেহ আল-ইসবাহানী (রহঃ) ... ইয়াযীদ ইবনে আমের (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন : তুমি যখন মসজিদের দিকে গেলে এবং লোকদেরকে দেখলে যে, তারা নামায পড়ছে, তখন তুমিও তাদের সাথে নামায পড়ো, তুমি যদিও ইতিপূর্বে নামায পড়ে থাকো। তাহলে এটা তোমার জন্য হবে নফল এবং আগেরটা হবে ফরয।
بَابُ إِعَادَةِ الصَّلَاةِ فِي جَمَاعَةٍ
حَدَّثَنَا أَبُو صَالِحٍ الْأَصْبَهَانِيُّ عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَعِيدِ بْنِ هَارُونَ ، نَا إِسْمَاعِيلُ بْنُ يَزِيدَ الْقَطَّانُ ، نَا مَعْنُ بْنُ عِيسَى ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ السَّائِبِ الطَّائِفِيُّ ، عَنْ نُوحِ بْنِ صَعْصَعَةَ ، عَنْ يَزِيدَ بْنِ عَامِرٍ ، قَالَ : قَالَ لِي رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " إِذَا جِئْتَ إِلَى الصَّلَاةِ فَوَجَدْتَ النَّاسَ يُصَلُّونَ فَصَلِّ مَعَهُمْ ، وَإِنْ كُنْتَ قَدْ صَلَّيْتَ ، تَكُونُ لَكَ نَافِلَةً ، وَهَذِهِ مَكْتُوبَةٌ