হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
১০৪৩
পরিচ্ছেদঃ ১৬. আযান ও ইমামাত এর নির্দেশ এবং এতদুভয়ের জন্য যোগ্যতর ব্যক্তি প্রসঙ্গে
১০৪৩(৩). আহমাদ ইবনে ইসহাক ইবনে বাহলুল (রহঃ) ... আবু সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনজন লোক একত্র হলে তাদের একজন তাদের ইমামতি করবে এবং তাদের মধ্যে যে ব্যক্তি কুরআন অধিক জানে সে ইমামতির অধিক উপযুক্ত।
بَابٌ : فِي ذِكْرِ الْأَمْرِ بِالْأَذَانِ وَالْإِمَامَةِ وَأَحَقِّهِمَا
حَدَّثَنَا الْقَاضِي أَحْمَدُ بْنُ إِسْحَاقَ بْنِ بُهْلُولٍ ، ثَنَا أَبِي ، نَا سَالِمُ بْنُ نُوحٍ أَبُو سَعِيدٍ الْأَحْوَلُ الْهِلَالِيُّ ، ثَنَا الْجُرَيْرِيُّ ، عَنْ أَبِي نَضْرَةَ ، عَنْ أَبِي سَعِيدٍ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " إِذَا اجْتَمَعَ ثَلَاثَةٌ أَمَّهُمْ أَحَدُهُمْ ، وَأَحَقُّهُمْ بِالْإِمَامَةِ أَقْرَؤُهُمْ