হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১০২৮

পরিচ্ছেদঃ ১৩. মাগরিব এবং সুবহে সাদেক-এর বিবরণ

১০২৮(১)। আবু বাক্‌র আশ-শাফিঈ (রহঃ) ... উবাদা ইবনুস সামেত (রাঃ) ও শাদ্দাদ ইবনে আওস (রাঃ) থেকে বর্ণিত। তারা উভয়ে বলেন, শাফাক দুই প্রকার—রঙ্গিন ও সাদা। রঙ্গিন শাফাক (লালিমা) অদৃশ্য হলে এশার নামায পড়া হালাল হয়। আর ফজর দুই প্রকার দীর্ঘ ও প্রস্থ (আড়াআড়ি)। প্রস্থ অদৃশ্য হলে (ফজর) নামায পড়া হালাল হয়।

بَابٌ فِي صِفَةِ الْمَغْرِبِ وَالصُّبْحِ

حَدَّثَنَا أَبُو بَكْرٍ الشَّافِعِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ شَاذَانَ ، نَا مُعَلَّى ، نَا يَحْيَى بْنُ حَمْزَةَ ، عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ ، عَنْ مَكْحُولٍ ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ ، وَشَدَّادِ بْنِ أَوْسٍ ، قَالَا : " الشَّفَقُ شَفَقَانِ : الْحُمْرَةُ وَالْبَيَاضُ ، فَإِذَا غَابَتِ الْحُمْرَةُ حَلَّتِ الصَّلَاةُ ، وَالْفَجْرُ فَجْرَانِ : الْمُسْتَطِيلُ وَالْمُعْتَرِضُ ، فَإِذَا انْصَدَعَ الْمُعْتَرِضُ حَلَّتِ الصَّلَاةُ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ