হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৯৩২
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯৩২(৫০). মুহাম্মাদ ইবনে ইসমাঈল আল-ফারিসী ... আইউব (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা বিলাল (রাঃ) রাত থাকতে (ফজরের) আযান দেন। এটি মুরসাল হাদীস।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْفَارِسِيُّ ، ثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ ، ثَنَا عَبْدُ الرَّزَّاقِ ، عَنْ مَعْمَرٍ ، عَنْ أَيُّوبَ ، قَالَ : " أَذَّنَ بِلَالٌ مَرَّةً بِلَيْلٍ .... . هَذَا مُرْسَلٌ