হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৬৩২

পরিচ্ছেদঃ ৫৮. নামাযরত অবস্থায় অট্টহাসি সম্পর্কিত হাদীস এবং তার ক্রটিসমূহ

৬৩২(৫৬). ইবনে মুবাশশির (রহঃ) ... জাবের (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, (নামাযরত অবস্থায়) হাসলে উযু করতে হবে না। শো’বা-ইয়াযীদ আবু খালিদ ও আসেম আল-আহওয়াল তারা উভয়ে আশ-শাবী (রহঃ) থেকে শুনেছেন পূর্বোক্ত হাদীসের হুবহু অনুরূপ।

بَابُ أَحَادِيثِ الْقَهْقَهَةِ فِي الصَّلَاةِ وَعِلَلِهَا

حَدَّثَنَا ابْنُ مُبَشِّرٍ ، ثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ ، عَنْ شُعْبَةَ ، عَنْ يَزِيدَ أَبِي خَالِدٍ ، قَالَ : سَمِعْتُ أَبَا سُفْيَانَ ، عَنْ جَابِرٍ ، قَالَ : " لَيْسَ فِي الضَّحِكِ وُضُوءٌ وَعَنْ شُعْبَةَ ، عَنْ يَزِيدَ أَبِي خَالِدٍ ، وَعَاصِمٍ الْأَحْوَلِ سَمِعَا الشَّعْبِيَّ ، مِثْلَهُ سَوَاءً


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ