হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৫৬৮

পরিচ্ছেদঃ ৫৬. দেহের অভ্যন্তর ভাগ থেকে, যেমন নাক দিয়ে রক্ত নিঃসরণ, বমন, রক্তমোণ ইত্যাদি ক্ষেত্রে উযু করা সম্পর্কে

৫৬৮(৩৮). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... মা’দান ইবনে তালহা (রহঃ) থেকে বর্ণিত। আবু দারদা (রাঃ) অবহিত করেছেন, তারপর পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন তার এই উক্তি পর্যন্তঃ "আমি তাঁর উযুর পানি ঢেলে দিয়েছি"।

بَابٌ فِي الْوُضُوءِ مِنَ الْخَارِجِ مِنَ الْبَدَنِ كَالرُّعَافِ وَالْقَيْءِ وَالْحِجَامَةِ وَنَحْوِهِ

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، نَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ ، نَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ ، نَا حَرْبٌ ، عَنْ يَحْيَى ، نَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو ؛ أَنَّ ابْنَ الْوَلِيدِ بْنِ هِشَامٍ حَدَّثَهُ : أَنَّ أَبَاهُ حَدَّثَهُ : نَا مَعْدَانُ بْنُ طَلْحَةَ ؛ أَنَّ أَبَا الدَّرْدَاءِ أَخْبَرَهُ .... ثُمَّ ذَكَرَ مِثْلَهُ إِلَى قَوْلِهِ : " أَنَا صَبَبْتُ لَهُ وَضُوءَهُ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ