হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৪৫৪

পরিচ্ছেদঃ ৪৯. পেশাব নাপাক এবং তা থেকে সতর্ক থাকার নির্দেশ এবং যেই পশুর গোশত খাওয়া জায়েয তার পেশাব সম্পর্কিত বিধান

৪৫৪(৫). মুহাম্মাদ ইবনুল হুসাইন ইবনে সাঈদ আল-হামদানী (রহঃ) ... আল-বারা’আ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে জীবের মাংস খাওয়া হয় তার উচ্ছিষ্ট (পানি ইত্যাদি) আপত্তিকর নয়। আবদুল্লাহ ইবনে রাজা (রহঃ) অনুরূপ নাম উল্লেখ করেছেন- মুসআব ইবনে সাওওয়ার, কিন্তু তার নাম ওলটপালট করা হয়েছে। তিনি হলেন সাওওয়ার ইবনে মুসআব।

بَابُ نَجَاسَةِ الْبَوْلِ ، وَالْأَمْرِ بِالتَّنَزُّهِ مِنْهُ وَالْحُكْمِ فِي بَوْلِ مَا يُؤْكَلُ لَحْمُهُ

حَدَّثَنَا بِهِ مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ سَعِيدٍ الْهَمْدَانِيُّ ، نَا إِبْرَاهِيمُ بْنُ نَصْرٍ الرَّازِيُّ ، نَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ ، نَا مُصْعَبُ بْنُ سَوَّارٍ ، عَنْ مُطَرِّفٍ ، عَنْ أَبِي الْجَهْمِ ، عَنِ الْبَرَاءِ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " مَا أُكِلَ لَحْمُهُ ، فَلَا بَأْسَ بِسُؤْرِهِ " . كَذَا يُسَمِّيهِ عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ : " مُصْعَبَ بْنَ سَوَّارٍ " ، فَقَلَبَ اسْمَهُ وَإِنَّمَا هُوَ " سَوَّارُ بْنُ مُصْعَبٍ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ বারা'আ ইবনু আযিব (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ