হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৩০৫
পরিচ্ছেদঃ ৩৩. তিনবার মাথা মসেহ করার দলীল
৩০৫(১১). আল-কাসেম ইবনে ইসমাঈল (রহঃ) ... আবু রাফে’ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযের উযু করার সময় তাঁর আংগুলের আংটিটি নাড়াচাড়া করতেন।
* হাদীসটি ইমাম ইবনে মাজাহ (রহঃ)-ও বণর্না করেছেন। এই হাদীসের রাবী মা'মার ও তার পিতা মুহাম্মাদ উভয়ে দুর্বল রাবী। ইমাম বুখারী তা'লীকরূপে ও ইবনে আবু শায়বা (রহঃ) এই হাদীস বর্ণনা করেছেন।
بَابُ دَلِيلِ تَثْلِيثِ الْمَسْحِ
ثَنَا الْقَاسِمُ بْنُ إِسْمَاعِيلَ أَبُو عُبَيْدٍ ، نَا عَلِيُّ بْنُ سَهْلِ بْنِ الْمُغِيرَةِ ، نَا مَعْمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ أَخْبَرَنِي أَبِي مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ ، عَنْ أَبِيهِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ ، عَنْ أَبِي رَافِعٍ ، قَالَ : كَانَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ حَرَّكَ خَاتَمَهُ فِي إِصْبُعِهِ