হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৭২

পরিচ্ছেদঃ ২১. ব্যবহারের পর অবশিষ্ট পানি সম্পর্কে

১৭২(২). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... জাবের (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলাল্লাহ! আমরা কি গাধার পান করার পর অবশিষ্ট পানি দিয়ে উযু করবো? তিনি বলেনঃ হিংস্র জন্তুর অবশিষ্ট পানি দিয়েও উযু করা যাবে।

ইবনে আবু হাবীবা হাদীসশাস্ত্রে দুর্বল। তার নাম ইবরাহীম, পিতা ইসমাঈল ইবনে আবু হাবীবা।

بَابُ الْآسَارِ

نَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، نَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ ، نَا الشَّافِعِيُّ ، نَا سَعِيدُ بْنُ سَالِمٍ ، عَنِ ابْنِ أَبِي حَبِيبَةَ ، عَنْ دَاوُدَ بْنِ الْحُصَيْنِ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَابِرٍ ، قَالَ : قِيلَ : يَا رَسُولَ اللَّهِ ، أَنَتَوَضَّأُ بِمَا أَفْضَلَتِ الْحُمُرُ ؟ قَالَ : " وَبِمَا أَفْضَلَتِ السِّبَاعُ " . ابْنُ أَبِي حَبِيبَةَ ضَعِيفٌ أَيْضًا ، وَهُوَ إِبْرَاهِيمُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ أَبِي حَبِيبَةَ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ