পরিচ্ছেদঃ ১৭. ইসতিনজার হুকুম
১৫৫(১৬). ইসমাঈল ইবনে মুহাম্মাদ ইবনুস-সাফফার ও হামযা ইবনে মুহাম্মাদ (রহঃ) ... তাউস (রহঃ) পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন এবং তিনি মারফুরূপে বর্ণনা করেননি। অধস্তন রাবী আলী (রহঃ) বলেন, আমি সুফিয়ানকে বললাম, যাময়াহ কি পূর্বোক্ত হাদীস মারফুরূপে বর্ণনা করেছেন? তিনি বলেন, হ্যাঁ। আমি সালামা (রহঃ)-কে এ হাদীস সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি তা মারফুরূপে বর্ণনা করেননি।
بَابُ الِاسْتِنْجَاءِ
نَا إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الصَّفَّارُ وَحَمْزَةُ بْنُ مُحَمَّدٍ ، قَالَا : حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِسْحَاقَ ، نَا عَلِيٌّ ، نَا سُفْيَانُ ، نَا سَلَمَةُ بْنُ وَهْرَامَ ؛ أَنَّهُ سَمِعَ طَاوُسًا يَقُولُ نَحْوَهُ ، وَلَمْ يَرْفَعْهُ ، قَالَ عَلِيٌّ : قُلْتُ لِسُفْيَانَ : أَكَانَ زَمْعَةُ يَرْفَعُهُ ؟ قَالَ : نَعَمْ ، فَسَأَلْتُ سَلَمَةَ عَنْهُ فَلَمْ يَعْرِفْهُ ، يَعْنِي : لَمْ يَرْفَعْهُ