হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
১২০
পরিচ্ছেদঃ ১২. চামড়া প্রক্রিয়াজাত করা
১২০(২৭). মুহাম্মাদ ইবন মাখলাদ (রহঃ) প্রমুখ ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোন চামড়া পরিশোধন করলে পবিত্র হয়ে যায়। হাদীসের সনদ হাসান এবং সমস্ত রাবী নির্ভরযোগ্য।
بَابُ الدِّبَاغِ
نَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ وَآخَرُونَ قَالُوا ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْهَيْثَمِ ، نَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ ، نَا مُحَمَّدُ بْنُ مُطَرِّفٍ ، نَا زَيْدُ بْنُ أَسْلَمَ ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ ، عَنْ عَائِشَةَ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، قَالَ : " طَهُورُ كُلِّ أَدِيمٍ دِبَاغُهُ " . هَذَا إِسْنَادٌ حَسَنٌ كُلُّهُمْ ثِقَاتٌ